নাম বরুন, Barun এর অর্থ জানুন বাংলায়

 

নাম > বরুন
Advertisement


নাম : বরুন, Barun
লিঙ্গ : ছেলে
জাতি : Bengali, Hindu, Indian, Gujarati, Hindi, Kannada, Malayalam, Marathi, Oriya, Tamil, Telugu
বরুন, Barun অর্থ: সমুদ্রের প্রভু
প্রকার: Barun
সংখ্যা : 7
রাশি : বৃশ্চিক রাশি
নক্ষত্র : রোহিনী
Read this page in English..

বরুন, Barun এর অর্থ
ভারতীয় বৈদিক জ্যোতিষবিদ্যা অনুযায়ী যে মানুষদের নাম বরুন, Barun হয় তারা হয়তো তাদের নিজেদের মতন করে খুবই বুদ্ধিদীপ্ত হয়। তাদের নিজস্ব বুদ্ধির ওপর নির্ভর করে তারা হয়তো জীবনের অনেক কঠিন সময় অতিক্রম করে আস্তে পারবে। তাদের জন্য জীবনের আরেকটি অতি আবশ্যক দক্ষতা হতে পারে তাদের কল্পনাশক্তি। এই বিষয়ে তাদের দখলের জন্য সাধারণত কোনো সৃষ্টিশীল কাজে মনোনিবেশ করে সেই কাজটিকে কেন্দ্র করে নিজেদের কর্মজীবন তৈরী করাটাই তাদের জন্য শ্রেয় হবে। অনেক সৃজনশীল কাজের সাথেই তারা যুক্ত হয়ে থাকতে পারে যেমন সৃজনশীল লেখা, কাল্পনিক লিপি তৈরী করা, আঁকা বা এই জাতীয় আরো অনেক কিছু। এই নামের মানুষেরা সাধারণত অসাবধান হয় আর যে সময়টুকু তারা রাস্তায় কাটায় সেই সময়ে হয়তো তারা একদমই নিজেদের খেয়াল রাখে না। এইসব কারণের জন্যই হয়তো তাদের পথ দুর্ঘটনায় আহত হওয়ার প্রবণতা খুবই বেশি। সুতরাং রাস্তায় চলাচল করার সময় এই নামের মানুষদের সাধারণত খুবই সচেতন থাকতে হবে। এই মানুষেরা সাধারণত খুবই কমনীয় স্বভাবের হয়। এ ছাড়া তারা সাধারণত নরম মনের মানুষও হয়। যদি কোনো মানুষ কোনো কারণে পীড়িত হয় তাহলে তারা হয়তো সবসময় এই নামের মানুষদের তাদের পাশে পাবে। এই মানুষেরা সাধারণত নিজের কথা না ভেবে অন্য মানুষদের সেবায় নিরত থাকতে খুবই পছন্দ করে। এই মানুষেরা হয়তো অন্য কারোর ওপর নির্ভরশীল হতে পছন্দ করবে। কিন্তু তাদের এই স্বভাবের ফলে তারা হয়তো একটা মানুষ বা যে কোনো পরিস্থিতির খারাপ ও ভালো দুই দিকই দেখতে পারবে। এই কারণেই হয়তো কারোর ওপর পুরোপুরি নির্ভর করার আগে তাদের সেই মানুষটিকে বারংবার যাচাই করে নেওয়া উচিত, কারণ তা না হলে এই মানুষদের দ্বারা এই নামের মানুষটি আঘাত পেতে পারে।

Advertisement


বরুন, Barun এর অভিব্যাক্তি সংখ্যা 11 বৈদিক জ্যোতিষ বা সংখ্যাতত্ত্বের অনেক গুরুত্ব রয়েছে।
ভারতীয় জ্যোতিষবিদ্যা অনুযায়ী যে মানুষদের নাম বরুন, Barun হয় সেই মানুষেরা সাধারণত দিবাস্বপ্ন দেখতে মগ্ন থাকে। তারা হয়তো অপ্রকৃতস্থ জিনিষপত্রকে তাদের জীবনের সত্য হিসেবে ধরে নিতে পছন্দ করে। কখনো কখনো তাদের জীবনে হয়তো তারা এই সব কারণে মানসিক যাতনার শিকার হয়ে পরবে তারা সাধারণত তাদের পরিবারের সদস্যদের প্রতি এবং অন্য অনেক কাছের আত্মীয়স্বজনদের প্রতি স্নেহশীল হয়ে উঠবে। তাদের প্রেম জীবন ও দাম্পত্য জীবন এই দুটিকেই হয়তো তারা সফলভাবে নিয়ন্ত্রিত করতে পারবে। সাধারণত তারা তাদের নিজেদের মতাদর্শ অনুসরণ করবে। তারা হয়তো তাদের নিজেদের জীবন নিজেদের নিয়ম অনুসারে চালিত করতে চাইবে। তারা সাধারণত বিচক্ষণ বুদ্ধির অধিকারী হবে। তারা হয়তো সবাইকে নিঃস্বার্থভাবে সাহায্য করতে পছন্দ করবে। তারা সাধারণত তাদের পরিবার ও অন্যদের প্রতিও দায়বদ্ধ হবে। তারা হয়তো নিজেদের কাছের মানুষদের সাথে কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করতে খুবই ভালোবাসবে। তারা সাধারণত সৎ প্রকৃতির মানুষ হবে। আর তাদের সততা হয়তো তাদের জীবনের সব ক্ষেত্রেই অগ্রসর হতে সাহায্য করবে যেমন তাদের কর্মক্ষেত্র থেকে ব্যবসা অবধি বা তাদের প্রেম থেকে পরিবার অবধি। তারা সাধারণত সবার জন্য সব কিছু ছেড়ে দিতে পারে বিশেষত যদি এই মানুষটি তাদের কাছের কেউ হয়। তারা হয়তো আধ্যাত্মিকতায় বিশ্বাস করবে। তারা হয়তো উপন্যাস বা গল্পের বই পড়ে নিজেদের সময় কাটাতে ভালোবাসবে। তাদের অন্তর্দৃষ্টি সাধারণত প্রখর হবে। তারা হয়তো সৃজনশীলও হবে। তারা সাধারণত এঁকে বা রাঁন্না করে সময় কাটাতে পছন্দ করবে। তারা হয়তো জন্ম থেকেই একজন শিল্পী হবে। তারা সাধারণত কোনো কাজের জন্য মানুষদের একত্রিত করতে পছন্দ করবে। সুতরাং তারা হয়তো রাজনীতির ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবে।
.
যে জাতকদের নাম বরুন, Barun হয় সেই জাতকেরা সাধারণত খুবই সংবেদনশীল হয়। তারা হয়তো খুব সহজেই আবেগপ্রবণ ও মানসিক ভাবে দুর্বল হয়ে পরে। নিজেদের ভরণপোষণ করার মতন ক্ষমতা সাধারণত তাদের থাকবে। তারা নিজেদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে হয়তো খুব তাড়াতাড়ি অগ্রসর হতে পারবে। খুব আশ্চর্যজনক ভাবে তাদের গায়ের রং সাধারণত সাদাটে বা লালচে গোছের হবে। রূপের দিক থেকে দেখতে গেলে এই মানুষেরা হয়তো বাহ্যিক দিক থেকে সুন্দর দেখতে হবে। তারা সাধারণত চমৎকার ও সুদর্শন দেখতে হবে। মানুষ হিসেবে এই নামের জাতকেরা হয়তো খুব সম্ভবত আকর্ষণীয় হবে। অন্যদের সাধারণত খুব সহজেই তাদের দিকে দৃষ্টি যাবে। এই নামের নিচে আসা মানুষেরা হয়তো তাদের বীরত্বের অনেক নমুনা দেখতে পারবে। এরা সাধারণত সাহসী হয় এবং অন্যদের সামনে হয়তো অনেক দৃষ্টান্ত মূলক কাজ করবে। এই মানুষেরা সাধারণত স্থিরমস্তিষ্কের মানুষ হয় এবং এদের মধ্যে হয়তো সততার একটি অনন্য দিক দেখা যাবে। তারা সাধারণত সংবেদনশীল ও করুনাময় হয়। তারা হয়তো খুব সহজেই অন্যদের কষ্টটা বুঝতে পারবে। তারা সাধারণত প্রকৃতির প্রতি বিশেষ ভাবে আকৃষ্ট হবে। তারা হয়তো অত্যন্ত শিল্পীসুলভ ব্যক্তিত্বের মানুষ হবে এবং গান ও নাচের প্রতি বিশেষ ভাবে আকৃষ্ট হবে। সাধারণত বরুন, Barun এর জন্য পরিবারের সদস্যদের গুরুত্ব ও স্নেহ সব থেকে বেশি হবে। তারা হয়তো একদম অবিচলিত থাকতে পারবে আর অনেক ধরণের মতাদর্শ প্রকাশ করবে যা সাধারণত অন্য কেউ পাল্টাতে পারবে না। এই নামের মানুষদের ইষ্টদেবতা হয়তো গুরু ব্রহ্মা হবেন এবং তারা সাধারণত পড়াশোনায় অগ্রসর হওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দেবে।

নাম বরুন, Barun বা (Barun) মানে সমুদ্রের প্রভু. এই নাম 16 সংখ্যার অন্তর্গত
যে মানুষদের নাম বরুন, Barun হয় তারা সাধারণত সব সময় সততা ও নিরপেক্ষতার সাথে তাদের সব রকম কাজ ও লেনদেন সম্পন্ন করতে চায়। তবে সব মানুষেরই সাধারণত কিছু না কিছু দোষ থাকে। এই নাম যে মানুষদের হয় তারা হয়তো মাঝে মধ্যে তাদের এই সৎ স্বভাব বজায় রাখতে পারবে না ও অসৎ পথে চলে যাবে। তবে এটা সাধারণত এই মানুষদের নেতিবাচক দিক বলে ধরা হয় না। এদের মধ্যে হয়তো সব সময়ই প্রচুর পরিমানে আত্মবিশ্বাস দেখা যাবে। এই জাতকেরা হয়তো তাদের কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ পাবে যার ফলে তাদের কাজ করতে সুবিধে হবে। সাধারণত অন্যদের কাজ যদি এরা তাদের হয়ে করে দিতে পারে তাহলে এরা খুবই খুশি হয়। সুতরাং এই কারণেই হয়তো তাদের কাজের জায়গায় ও তাদের সহকর্মীদের মধ্যে তাদের খুবই পছন্দ করা হবে। এরম অনেক সময়ই হতে পারে যে তারা হয়তো তাদের পিতামাতাদের থেকে বিশেষত তাদের পিতার থেকে কোনো রকমের সাহায্য বা সমর্থন পাবে না। তবে যেহেতু তারা সাধারণত খুবই আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব হবে সেহেতু তাদের হয়তো অন্য কারোর সমর্থনের প্রয়োজন হবে না এবং তারা হয়তো একা একাই তাদের জীবনে অগ্রসর হতে পারবে। তারা হয়তো অবশেষে তাদের জীবনে সাফল্য লাভ করতেও পারবে যা শুধুমাত্র তাদের জন্যই চরিতার্থ হবে। তাদের দাম্পত্য জীবন সাধারণত কোনো ভাবেই সুখদায়ক হয় না এবং তাদের প্রচুর অস্থিরতার মধ্যে জীবন কাটাতে হয়। জীবনের অনেকটা সময় কাটানোর পরেও হয়তো তারা তাদের পতি বা পত্নীর দিকে কোনো গভীর টান অনুভব করবে না আর হয়তো তাদের জীবনে নতুন কাউকে চাইবে। এই জাতকদের সাধারণত উপদেশ দেওয়া হয় কোনো সমাজসেবী সংস্থার প্রতি যোগদান করে কিছু দানশীল কাজকর্ম করতে যার মাধ্যমে তারা হয়তো সমাজে স্বীকৃতি পাবে।





Advertisement


নামের অর্থ জানুন

নামের অর্থ

Advertisement

নাম খুজুন

নাম খুজুন




জর্ম তারিখ অনুযায়ী নাম সার্চ







Advertisement

Advertisement